• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে আহত


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ১২:১৩ পিএম
চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে আহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নে খন্দকার জাকারিয়া আলম সুমন (২৫) নামের এক র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের পাল বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

আহত জাকারিয়া আলম সুমন ইউনিয়নের আব্দানারায়ণ গ্রামের খন্দকার জাহির মিয়ার পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে পরিস্থিতির অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জানা যায়, খন্দকার জাকারিয়া আলম সুমন পুটিজুরি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। রাতে তিনি বাড়ি থেকে নির্বাচনী কাজের জন্য বের হন। এক পর্যায়ে দিগম্বর বাজারের দিকে যাওয়ার সময় পাল বাড়ি নামক স্থানে পৌছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যা।

Link copied!