চুয়াডাঙ্গায় আরও ৬ জনের মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ১২:৩৪ পিএম
চুয়াডাঙ্গায় আরও ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মারা গেছে ২০১ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় ১৮১ জন এবং জেলার বাইরে ২০ জন। 

শনিবার (১৪ আগস্ট) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে আটটা পর্যন্ত) ১৫ জনের নমুনা পরীক্ষায় একজন পজিটিভ হয়েছেন। তিনি দামুড়হুদা উপজেলার বাসিন্দা।

বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে ১ হাজার ১০০ এবং হাসপাতালে রয়েছেন ৬৮ জন।

Link copied!