• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক-সিভিল সার্জন করোনায় আক্রান্ত


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১২:৪৬ পিএম
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক-সিভিল সার্জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও নবাগত সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

সোমবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পর দুই জনেরই করোনা পজিটিভ আসে। পরে আরটি-পিসিআর পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও নবাগত সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসান বর্তমানে নিজ নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন বলেও জানান সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন।

Link copied!