ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ফেনীর দেবীপুর এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তুষার (৩২) ও বিপ্লব (৪০) নামে দুই ভাই নিহত হয়েছেন।
শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক সাজ্জাদ ও নিহত তুষারের শ্যালক প্রণব।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত চালক সাজ্জাদ ও তুষারের শ্যালক প্রণবকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তুষার ও বিপ্লব চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজার শরৎ মাঝি বাড়ির দিনেশের ছেলে। এরমধ্যে নিহত অসুস্থ তুষার দুবাই প্রবাসী তিনি চলতি মাসের ১ জানুয়ারি দেশে আসেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।