পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তির পর চিকিৎসার অভাবে এবং ডাক্তারদের অবহেলায় সালেহা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধ রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রোগী ভর্তির পর বিকেলে ওই বৃদ্ধার মৃত্যু হয়। সালেহা খাতুন চাটমোহর পৌর শহরের নতুন বাজার সাড়োয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার স্ত্রী।
বৃদ্ধার ছোট ছেলে আবুল কালাম আজাদ ছানা বলেন, বুধবার সকালে আমার বড় ভাই আব্দুস সালাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আমার পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থ বড় ভাইকে দেখার জন্য বেলা ১১টায় আমার মা সালেহা খাতুন হাসপাতালে যান। সেখানে যাওয়ার পরে হঠাৎ মা ও অসুস্থ হয়ে পড়েন। এরপর ডাক্তার তাকে প্রাথমিকভাবে দেখে ওষুধ লিখে হাসপাতালে ভর্তি করে বেডে পাঠিয়ে দেন। আমরা ওষুধ নিয়ে এসে দুই ঘণ্টা অপেক্ষা করেছি, বারবার ডাক্তার, নার্সদের ডেকেছি তারা আমার মায়ের কাছে আসেনি এবং কোনো চিকিৎসা দেয়নি। বেলা সাড়ে ৩টার দিকে আমার অসুস্থ মা হাসপাতালেই বিনা চিকিৎসায় আমাদের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা আমার নিকট লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এমন একটি বিষয় জানতে পেরেছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।