ঝিনাইদহের মহেশপুরে ইনানুর রহমান (৪০) নামের এক চা-দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পৌরসভা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইনানুর রহমানের বাড়ি উপজেলার বাজিপোতা গ্রামে।
মহেশপুর পৌরসভার কাউন্সিলর মিন্টু হোসেন জানান, কুলতলা বাজারে নিজের চায়ের দোকানে ঘুমিয়ে ছিলেন ইনানুর। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ইনানুরকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”