• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চালু হলো পুলিশের ‘বডি ওন ক্যামেরা’


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৭:৩৯ পিএম
চালু হলো পুলিশের ‘বডি ওন ক্যামেরা’

অভিযান নিয়ে বিতর্ক বন্ধে দেশের বিভিন্নস্থানে পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে।

এরই অংশ হিসেবে জয়পুরহাট পুলিশ লাইন মাঠে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রশিক্ষণ শেষে বিশেষ এই ক্যামেরা দেওয়া হয় পুলিশ সদস্যদের। যা বিশেষ অভিযান এবং রাস্তার চলাচল জটিলতা নিরসনে ব্যবহার করবে পুলিশ।

ট্রাফিক সার্জেন্ট জিয়াউল হকের শরীরে অত্যাধুনিক এই ক্যামেরাটি সংযুক্ত করার মাধ্যমে জেলায় কার্যক্রমটির উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, “বিভিন্ন অভিযানে পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করা হয়। এই ক্যামেরা ব্যবহারের ফলে বিতর্ক আর থাকবে না।”

‘বডি ওন ক্যামেরার’ ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

ক্যামেরা প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জয়পুরহাট সদর সার্কেল) মাশফেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

Link copied!