চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে মালবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
সোমবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১২টার সময় সীতাকুণ্ড উপজেলার উত্তর ইয়াকুব নগর এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে রেললাইনে উঠে যাওয়া একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পিকআপ ভ্যান।
তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, সীতাকুণ্ডের ইয়াকুব নগর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।