• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে করোনায় আক্রান্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০১:৪৪ পিএম
চট্টগ্রামে করোনায় আক্রান্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আবারও সহস্রাধিক শনাক্ত হয়েছে। জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় এক হাজার ২৬ জনের নমুনায় ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে পাঠানো রিপোর্টে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়েছে, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর আটটি ল্যাবে শনিবার ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে শহরের বাসিন্দা ৮২২ জন ও ১৪ উপজেলার ২০৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ৩০, রাউজানে ২৭, হাটহাজারীতে ১৯, বোয়ালখালীতে ১৭, মিরসরাই ও সাতকানিয়ায় ১৫, সীতাকুণ্ডে ১৪, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে ১৩ জন করে, লোহাগাড়া ও পটিয়ায় ১১ জন করে, চন্দনাইশে ৮, বাঁশখালীতে ৭ এবং সন্দ্বীপে ৪ জন।

কর্ণফুলী উপজেলায় শনিবার কোনো রোগী শনাক্ত হয়নি। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ১১ হাজার ১২৩ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৮১ হাজার ১৮৪ জন ও গ্রামের ২৯ হাজার ৯৩৯ জন। একই সময়ে করোনায় শহর ও গ্রামে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৩ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭২৮ জন ও গ্রামের ৬১৫ জন। 

Link copied!