• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৮:০৯ এএম
ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় মো. রাজা শেখ (৪০) নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৭ মার্চ) রাতে নগরীর মোস্তর মোড় সংলগ্ন হরিণটানার রায়ের মহল হামিদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

রাজা শেখ স্থানীয় রায়ের মহল ইসলাম নগর এলাকার তোরাপ শেখের পুত্র। তিনি রায়েরমহল এলাকার বীরমুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘের ব্যবসায়ী রাজা শেখ মোস্তর মোড় সংলগ্ন রায়েরমহল স্লুইসগেট এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Link copied!