সাভারে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে গরম তেলে ঝলসে দিলেন পাষণ্ড স্ত্রী। দগ্ধ স্বামীকে দশদিন লোকচক্ষুর আড়ালে ঘরেই বন্দী রাখার অভিযোগ ওঠেছে ওই স্ত্রীর বিরুদ্ধে।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া মহল্লার মুক্তার আলীর মালিকাধীন বাড়ি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছে আমিনুল ইসলাম (৩০) নামের ওই স্বামীকে।
আমিনুল ফরিদপুরের বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের হাশেম আলীর ছেলে। তিনি সাভারের ভরারী ডাড পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন। অন্যদিকে অভিযুক্ত স্ত্রী ফরিদা (২৯) একই জেলার পাংশা থানার হরিনাডাঙ্গী গ্রামের আকবর আলীর মেয়ে। তিনি হেমায়েতপুরের এজিআই পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ নভেম্বর) রাতে পারিবারিক কহলের জেরে স্ত্রী গরম তেল ঢেলে দেন আমিনুলের শরীরের। এরপরে তাকে ঘরে মধ্যেই দগ্ধ অবস্থায় রেখে দেন। আজ দুপুরে স্থানীয়রা আমিনুলকে দগ্ধ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সেই সঙ্গে তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।