আওয়ামী লীগের সরকার আবার ক্ষমতায় আনতে প্রত্যেক ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, ঘরে বসে স্লোগান নয়, নেতা-কর্মী বা সমর্থক হিসেবে দলের প্রচারে বাইরে বিচরণ করতে হবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তথ্যমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “সরকার ঘর দিচ্ছে, খাদ্য দিচ্ছে, বাসস্থান দিচ্ছে। এটা প্রচার করুন। ঘরে বসে থেকে নয়। উন্নয়নের কথা বলে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার আবার ক্ষমতায় আনতে প্রত্যেক ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।”
ড. হাছান মাহমুদ বলেন, “কুঁড়েঘরে মানুষ থাকে না। দেশ বদলে গেছে। শেখ হাসিনা গরিব, অসহায় ও দুস্থ মানুষের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করেছেন।”
বিএনপি-জামায়াতের কোনো রাজনীতি নেই দাবি করে মন্ত্রী বলেন, “করোনা মহামারিতে তারা (বিএনপি) ছিল ঘরের মধ্যে ও জীবন বাঁচাতে। আওয়ামী লীগ সরকার তথা নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজেদের জীবনের তোয়াক্কা না করে তারা আত্মমানবতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন।”
ড. হাছান মাহমুদ আরও বলেন, “ঘরে বসে বিএনপি আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজায় বলেই নৌকার ভোট বাড়ে। বারবার সরকার গঠন করে।”