জেলার বন্দরে তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে নির্গত গ্যাস জমে আবারও ড্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ আগস্ট) বন্দরের সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে ড্রেনের স্ল্যাব উড়ে আগুন ধরে যায়।
এলাকাবাসী ও বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মাত্র ১০ দিন আগে একই এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে ড্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বারবার বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে সোনাকান্দা পানির ট্যাংকবাসীর। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বের হয়ে আসেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা ৫০ মিনিটে বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকের সুমন কনফেকশনারির সামনের ড্রেনে বিস্ফোরণ হয়। এতে ড্রেনের স্ল্যাব উড়ে যায়। কোনো হতাহত না হলেও আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষ।