ছেলে ও বৌমার অত্যাচারে গোয়ালঘরে থাকা ৯২ বছরের এক বৃদ্ধ মা ফিরে পেয়েছেন তার নিজ গৃহ।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ৯২ বছর বয়সী শাহাজাদী বেগমকে নিজ ঘরে তুলে দিলেন নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন।
প্রশাসন ও স্থানীয়সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মৃত আবুল হোসেন শেখের স্ত্রী শাহাজাদী বেগমের দুই ছেলে রফিকুল শেখ (৫০) ও শরিফুল শেখ (৪৫) তাদের মাসহ একটি ঘরের তিনটি রুমে আলাদাভাবে বসবাস করতেন। দুই ভাইয়ের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৭ জানুয়ারি শরিফুল শেখ ও তার স্ত্রী মিলে মা শাহাজাদী বেগম ও বড় ভাই রফিকুল শেখকে দুই শিশু সন্তানসহ ঘর থেকে বের করে দেন। উপায়ন্তর না পেয়ে মা ও শিশু সন্তানদের নিয়ে বাড়ির পাশের গোয়াল ঘরে আশ্রয় নেন রফিকুল। বৃদ্ধ মায়ের গোয়াল ঘরে বসবাসের খবর উপজেলা প্রশাসনের নজরে আসলে বুধবার ঘটনাস্থলে যান তারা। শরিফুল ও তার স্ত্রীকে বুঝিয়ে বৃদ্ধ মাসহ পরিবারের সকলকে ঘরে তুলে দেন।
শাহাজাদী বেগম বলেন, “আমার ছোট ছেলে ও বিটার বউ আমারে, বড় ছেলেকে ও পুতাদের ঘর থেকে তাড়িয়ে গুয়াল ঘরে থাকতে দিছিল। যারা আমারে আবারো ঘরে থাকতি ঠিক করে দিছে, আল্লাহ তাদের ভাল রাখুক।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, “দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত ঝামেলার কারণে ছোট ভাই শরিফুল শেখ বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দেওয়ায় তারা গোয়াল ঘরে থাকছিলেন। বিষয়টি খুবই অমানবিক। আমরা জানার পর আজই তাদের ঘরে বসবাসের ব্যবস্থা করে দিয়েছি।”
ইউএনও আরও বলেন, “জমিজমা সংক্রান্ত বিষয়ে যদি আদালতে মামলা চলমান না থাকে, তাহলে রোববার শুনানি করে স্থায়ী সমাধান করে দেওয়ার চেষ্টা করব।”
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া।