• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, আটক ৩


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৮:৪৩ এএম
গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, আটক ৩

পঞ্চগড় সদর উপজেলায় শাবানা আকতার আসমা (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আট করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দিঘি ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত আসমা একই গ্রামের আতিকুর রহমানের স্ত্রী।

আটকরা হলেন নিহত গৃহবধূর শ্বশুর সোলেমান আলী, স্বামী আতিকুর রহমান ও ননদ খাদিজা আক্তার।

স্থানীয় লোকজন জানান, বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আতিক ও আসমা ধান মাড়াই করেন। পরে ওই গৃহবধূর শাশুড়ি জোলেখা আক্তার ও ননদ খাদিজা আকতার ধান মাড়াইয়ের খড় নিয়ে যেতে চাইলে আসমা বাধা দেন। এ নিয়ে ওই দিন রাতে শাশুড়ি ও ননদ আসমাকে মারধরের পরের দিন সকালে আসমার স্বামী আতিকুর গ্রাম্য বাজারে ওষুধ কিনতে যান। সেদিনও খড় নিয়ে আবার ঝগড়া শুরু হলে শাশুড়ি ও ননদ আসমাকে মারধর করেন। আতিকুর বাজার থেকে এসে তার স্ত্রীকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা বাসায় গিয়ে আসমার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়।

নিহতের মা মোহসিনা বেগম অভিযোগ করেন, আসমাকে গলা টিপে হত্যা করা হয়েছে। একই সঙ্গে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হলেও ওই গৃহবধূর শাশুড়ি পালিয়ে গেছেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!