• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, মামলা নেয়নি পুলিশ


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৩:৪০ পিএম
গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, মামলা নেয়নি পুলিশ

পটুয়াখালীতে মানসুরা আক্তার নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার শতশত নারী। তাদের অভিযোগ ঘটনার পর থানায় গেলে মামলা নেয়নি পুলিশ। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ঝর্না বেগম,পরভীন বেগম, রাহিমা বেগম ও নিহতের ভাই বেলাল হোসেন। মানববন্ধনে অভিযোগ করে তারা বলেন, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মেয়ে মানসুরার বিয়ে হয়েছিল পাশের আমখোলা ইউনিয়নে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ননদের জামাই এমাদুল ইসলাম তাকে ধর্ষণের পর হত্যা করেন। নিহতের ভাই গলাচিপা থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। মানসুরা হত্যার বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ করেন নারীরা।

নিহতের ভাই বেলাল বলেন, “মানসুরার ননদের জামাই এমাদুলের দীর্ঘ দিনের পরিকল্পনা এটি। ঘটনার দিন এমাদুল বাড়িতে তার বোনকে একা পেয়ে ধর্ষণ করে। হত্যার পর আত্মহত্যার নাটক সাজান।” অভিযুক্ত এমাদুল মোবাইল ফোনে বলেন, আমার কোনো দোষ নেই। শাশুড়ির সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।”

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গলাচিপা থানায় এ বিষয় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!