• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৭:১৮ পিএম
গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে সদর উপজেলার আমতলী এলাকায় ঢাকামুখী অজ্ঞাতনামা একটি গাড়ি একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। 

নিহতরা হলেন : রুবেল হোসেন ও শাওন ত্বকি।

এছাড়া দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নিহতদের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর সংবাদ প্রকাশ-কে বলেন, “দুপুরে মহাসড়কের আমতলী এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। মৃতদেহ দুটি আমাদের কাছে আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” 

Link copied!