কিশোরগঞ্জের ভৈরবে ৩ কেজি গাঁজাসহ স্বপন মিয়া (৩৯) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাদক স্বপ্ন মিয়া শহরের কমলপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
হাইওয়ে থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এই গাঁজা নিয়ে ময়মনসিংহে যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান স্বপ্ন মিয়া। তার বিরুদ্ধে হাইওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।