শেরপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুই মাদককারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন ফালু মিয়া (৩৭) ও মাজাহারুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পারি কমান্ডার স্কোয়াড্রন লিডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৯ ফেব্রুয়ারি) জামালপুর ক্যাম্পের কোম্পারি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার চৈতনখিলা বটতলা বাজার এলাকার নিজাম উদ্দিন আহম্মেদ মডেল কলেজের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় কুখ্যাত মাদককারবারি ফালু মিয়াকে সাড়ে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ সাড়ে পাঁচ হাজার টাকা এবং সিমসহ দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। আসামি ফালুর বিরুদ্ধে শেরপুর সদর থানায় চারটি মাদক মামলা চলমান আছে। এরমধ্যে তিনটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদিকে একই দিনে জেলার শ্রীবরদী উপজেলার ইন্দলপুর গ্রামের জনৈক হালিমের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মাজাহারুল জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন ধরে শ্রীবরদীর বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফালুর বাড়ি সদর উপজেলার চৈতনখিলা গ্রামে। সে ওই গ্রামের নায়েব আলীর ছেলে। অন্যদিকে মাজাহারুল শ্রীবরদীর উত্তর খরিয়া গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের আবুল হাসেমের ছেলে।