• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গাঁজার গাছসহ বাবা-ছেলে আটক


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০১:৩০ পিএম
গাঁজার গাছসহ বাবা-ছেলে আটক

পাবনা সদর উপজেলার বাহিরচর গ্রামে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ, দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। 

আটকরা হলেন উপজেলার বাহিরচর গ্রামের সোহরাব সরদার (৫২) ও তার ছেলে আলহাজ সরদার (২০)।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাহিরচর গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে সোহরাব সরদারের বাড়ি থেকে ১৫ ফুট লম্বার ও ২০ কেজি ওজনের একটি গাঁজার গাছ এবং একটি দেশী চায়নিজ কুড়াল ও চারটি চাপাতি জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পিতা সোহরাব ও তার ছেলে আলহাজকে আটক করা হয়।

পুলিশের দাবি, অভিযুক্ত বাবা-ছেলে তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে গাঁজার গাছ চাষাবাদ ও দেশি অস্ত্র দিয়ে নানা অপরাধমূলক কাজ করে আসছিল। এ ঘটনায় সদর থানায় মাদক ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা দায়ের করে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।
 

Link copied!