• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গরু চোরদের গাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৫:৩৮ পিএম
গরু চোরদের গাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী

বগুড়ার শেরপুরে গরু চুরির কাজে ব্যবহৃত নছিমন আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় গরু চোর চক্রের সদস্য নছিমন চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ দেয় তারা।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনাটি ঘটে। আটকরা হলেন, নছিমন চালক সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পোরজনা এলাকার সুখ চান (৪০) ও তাঁর সহযোগী শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের শিবপুর গ্রামের জহুরুল ইসলাম (৩৫)।

জানা গেছে, কালিয়াকৈর গ্রামের পাশেই বগুড়ার ধুনট উপজেলার হিজুলি গ্রাম। সোমবার রাতে ওই হিজুলি গ্রামের কৃষক শাহ আলমের বাড়িতে দুটি গরু চুরির ঘটনা ঘটে। চোরেরা গরু দুটি চুরির পর নছিমনে করে নিয়ে যাচ্ছিল। এ সময় গরুর মালিক শাহ আলম বিষয়টি টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হিজুরি গ্রামের লোকজন নছিমনটিকে ধাওয়া করে। পথে তারা গরু দুটি সড়কের ওপরে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এরপর শেরপুরের কালিয়াকৈর সড়ক দিয়ে যাওয়ার সময় তাদের নছিমন উল্টে যায়। গ্রামবাসী ধাওয়া করে ওই গাড়ির চালক ও তার সহযোগীকে আটক করে। এ সময় নছিমনটি আগুনে পুড়িয়ে দেয় ক্ষুব্ধ গ্রামবাসী। পরে শেরপুর থানা-পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে তাদের হেফাজতে নেয়।

কৃষক শাহ আলম দাবি করেন, গরু চুরির বিষয়টি টের পেয়ে গ্রামবাসী চোরের দলকে ধরে ফেলায় তিনি গরু দুটি ফিরে পেয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!