পঞ্চগড় সদর উপজেলায় গমক্ষেত থেকে করিমা বেগম (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার আমরখানা ইউনিয়নের ডাংগার এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে সুরতহাল শেষে ওই নারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
জানা যায়, করিমা পঞ্চগড় সদর উপজেলার অমরথানা ইউনিয়নের ডাংগা পাড়া এলাকার সলেমান আলীর মেয়ে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তার আমিরুলের সঙ্গে বিয়ে হয় করিমার। তবে তিনি বাবার বাড়িতে থেকে পাথর শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার কাজ শেষে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে স্থানীয় নারী মনসুরা বেগম তাদের বাড়ির সামনের গমক্ষেতে করিমার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়।