• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

গত দেড় বছরের মধ্যে কম শনাক্ত রংপুরে বিভাগে


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৮:৪০ পিএম
গত দেড় বছরের মধ্যে কম শনাক্ত রংপুরে বিভাগে

দেড় বছরের মধ্যে করোনায় কম সংখ্যক মানুষ শনাক্ত হয়েছেন রংপুর বিভাগে। বিভাগের আট জেলায় শনিবার (১১ সেপ্টেম্বর) নতুন শনাক্ত মাত্র ১৫ জন। মারা গেছেন ২ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচলক ডা. মোতাহারুল ইসলাম জানান, রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নিয়মতান্ত্রিকভাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে গত দেড় বছরের মধ্যে আজ কম মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। যদিও আক্রান্তদের মধ্যে রয়েছেন নারী-পুরুষ, কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ। এর মধ্যে পঞ্চগড় ৩, ঠাকুরগাঁওয়ে ৪ ও দিনাজপুরে ৮ জন। এর মধ্যে ঠাকুরগাঁও ও দিনাজপুরে মারা গেছেন ২ জন।

কোয়ারেন্টিনে ৩৭, আইসোলেশনে ১৫ জন। আর এই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমনের গড় হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১৮ শতাংশে। এ পর্যন্ত এ নিয়ে গোটা বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮৪, সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৯১১। আর করোনায় অকালে প্রাণ গেছে ১ হাজার ২১৪ জনের।

Link copied!