মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ডাকাত। নিহত দুই ডাকাতের নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (২ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে ইউনিয়নের বনপাড়িল গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ মার্চ) মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আব্দুর রউফ জানান, বুধবার রাতে হাটিপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বনপারিল গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি হয়। তিনি এ বিষয়টি বর্তমান মেম্বারকে জানান। এ সময় গ্রামে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। পরে এলাকাবাসী ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে দুই ডাকাত নিহত হন ও অন্যজন গুরুতর আহত হন।
ওসি আরও জানান, আহত ডাকাত সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।