• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

খালেদার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে গণসমাবেশ  


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০২:৫৮ পিএম
খালেদার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে গণসমাবেশ  

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে গণসমাবেশ করেছে বিএনপি।  

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা আউটার স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “খালেদা জিয়া বাংলাদেশের অহঙ্কার। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তাকে একবার পাকিস্তানিরা জেলবন্দি করেছিল। আজকে আরেকবার অবৈধ শেখ হাসিনা সরকার তাকে জেলখানায় রেখেছে। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, তত দিন ঘরে ফিরে যাব না।“

এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়ার সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন।

গণসমাবেশে খাগড়াছড়ি বিভিন্ন উপজেলা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Link copied!