কুমিল্লা জেলায় লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার। শুক্রবার (১৪ জানুয়ারি) কুমিল্লায় করোনা শনাক্তের হার ছিলো ২৪ দশমিক ৮ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য মতে, গত একদিনে কুমিল্লায় করোনা পরীক্ষাকারী ১৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পজিটিভ হয়েছেন ৩৬ জনের। এছাড়া বিদেশগামী ৬২১ জনের নমুনায় পজিটিভ শনাক্ত হয়েছেন ২০জন। নতুন পজেটিভ শনাক্ত হওয়া ৩৬ জনের মধ্যে ২৭ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার। এছাড়া বুড়িচংয়ে তিন জন, চৌদ্দগ্রামে চারজন, লাকসামে একজন এবং মেঘনায় একজন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে ওই সময়ের মধ্যে করোনায় কেউ মৃত্যুবরণ করেননি। নতুন করে করোনা মুক্ত হয়েছেন ১৫ জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, করোনা পরীক্ষা কম হলেও শানাক্তের হার বেশি, এটা খুবই আশঙ্কার বিষয়। পরীক্ষার সংখ্যা বাড়লে আরো বেশি শনাক্তের হার বাড়বে। পূর্ব প্রস্তুতি হিসেবে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নির্দেশনা দেওয়া আছে। তবে করোনা থেকে বাঁচতে জনসচেতনতার কোন বিকল্প নাই। সবাইকে মাস্ক অবশ্যই পরতে হবে।
এখন পর্যন্ত জেলায় মোট করোনা পজেটিভ শানক্ত হয়েছেন ৩৯ হাজার ২৩৯ জন এবং এর মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৩৮ হাজার ৭৬ জন। জেলায় করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৯৫৬ জন।