কুমিল্লায় করোনা সংক্রমণের হার আরও কমেছে। সেই সঙ্গে কমে এসেছে প্রাণহানিও। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে, যা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় শনাক্তের চেয়ে ১৪ জন কম। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.৬৯ শতাংশ।
আক্রান্ত ৪২ জনের মধ্যে ১৪ জন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং ১০ জন অভিবাসনপ্রত্যাশী। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে, এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৭৯০। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৯ হাজার ৩৩৫ জন; প্রাণ হারিয়েছেন ৯৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।