কক্সবাজারের টেকনাফের হ্নীলা উপজেলায় মোহছেনা আক্তার সুমি (১৬) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মৌলভীবাজার এলাকায় দক্ষিণ রোজারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমি আক্তার জাফর আলমের মেয়ে। এ ঘটনার পর থেকে ওই কিশোরীর কথিত প্রেমিক মুজিব আত্মগোপনে চলে গেছেন। মুজিবুর রহমান ওই এলাকার ভুলু মিয়ার ছেলে।
নিহতের ভাই আলম জানান, সুমিকে হ্নীলা এলাকার এক প্রবাসীর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ঠিক হয়েছে। সুমির বিয়ের কথা শুনে কথিত প্রেমিক মুজিবুর রহমান এলাকায় বিভিন্ন ধরনের অপপ্রচার চালান, যেন সুমির বিয়ে না হয়। যার কারণে সুমি আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, মুজিবের সঙ্গে সুমি আক্তারের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।