জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাদ্রাসাপড়ুয়া ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত বৃদ্ধের নাম ইছাহাক আলী (৬৫)। তিনি তিলাবদুল মধ্যপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম জানান, উপজেলার স্থানীয় মাদ্রাসাপড়ুয়া ওই কিশোরীর বাবা পেশায় একজন ভ্যানচালক, আর মা শ্রমিকদের ভাত রান্নার কাজ করেন। গত ১ ফেব্রুয়ারি কিশোরীটিকে একা বাড়িতে রেখে তার বাবা-মা কাজে যায়। এ সময় ছাত্রীটি পাশের বাড়িতে খেলতে যায়, পরে অভিযুক্ত ব্যক্তি তাকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পরের দিন ২ ফেব্রুয়ারি (বুধবার) ক্ষেতলাল থানায় মামলা করেন ভুক্তভোগির পরিবার। এরপর থেকে অভিযুক্ত পলাতক ছিল। পরে বিষয়টি র্যাবের নজরে আসলে ক্ষেতলাল উপজেলার শিশি নাজিরপাড়া এলাকা থেকে আজ (শনিবার) সকালে ইছাহাককে গ্রেপ্তার করা হয়।