খুলনায় কিশোর গ্যাংয়ের ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ‘কিং অব রূপসা’ নামের এই কিশোর গ্যাং নগরীতে ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধের জড়িত জানা গেছে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে র্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
মুহাম্মদ মোসতাক আহমদ জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করা হয়। সদর কোম্পারি কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লে. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাদের কাছ থেকে মাদক, ধারালো চাকুসহ নানা ধরনের অপরাধ সংগঠনের কাজে ব্যবহৃত জিনিষপত্র জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মাসুদ হায়দার, সদর কোম্পানি কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম, সদর কোম্পানি স্কোয়াড কমান্ডার লে. মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পরিচালক লিগ্যাল ও মিডিয়া সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. বজলুর রশীদ।