গাজীপুরের কালিয়াকৈরে মেহেদী হাসান নামের এক কাউন্সিলর প্রার্থী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোর থেকে তিনি নিখোঁজ হন।
মেহেদী হাসান ২৮ নভেম্বর অনুষ্ঠেয় কালিয়াকৈর পৌরসভার নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী।
এ ঘটনায় মেহেদী হাসানের বাবা আনোয়ার হোসেন কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন। তাকে ফিরে পেতে এলাকায় মাইকিং করা হয়েছে।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, মেহেদী হাসান বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মসজিদের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিখোঁজের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।