ভোলা কারাগারে থাকা বন্দীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক নিজ উদ্যোগে এই সেলাই মেশিন প্রদান করেন।
পরে জেলা ও দায়রা জজ কারা অভ্যন্তরে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং বন্দীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি অত্যন্ত সহানুভূতির সাথে আসামিদের মামলাগুলোর বিচারিক বিষয়ে গুরুত্ব দিবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি মহিলা বন্দীদের রাতে ঘুমানোর জন্য টাইলসের ওপর প্লাস্টিক ম্যাট দেওয়ার জন্য জেল সুপারকে নির্দেশ দেন।
মো. মহসিনুল হক বলেন, কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত ও সাধারণ হাজতিদের অপরাধ সংশোধনের নিমিত্তে কারাগারে হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থা রাখা প্রয়োজন। যাতে করে আসামিরা এখান থেকে মুক্তিলাভের পর কর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. ছানউল হক, বেসরকারি কারা পরিদর্শক পিপি আশরাফ হোসেন লাবু ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেল সুপার নাসির উদ্দীন প্রধান।