গাইবান্ধা জেলা কারাগারে আসামি বিল্লাল হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা কারাগারের জেলসুপার নজরুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিল্লাল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
জেলসুপার নজরুল ইসলাম জানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর বিল্লালকে মাদক মামলায় জেলা কারাগরে পাঠান আদালত। তখন থেকে তিনি শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ করে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে অসুস্থ হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
নজরুল ইসলাম আরও বলেন, “এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”