• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কাভার্ড ভ্যান চাপায় নারীর মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৮:৩৫ এএম
কাভার্ড ভ্যান চাপায় নারীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে কাভার্ড ভ্যান চাপায় মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

মর্জিনা বেগম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চরকমলাপুর গ্রামের ইমারত উদ্দিন মোল্লায় স্ত্রী।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান আলী নিহতের স্বামী ইমারত উদ্দিন মোল্লার বরাত দিয়ে জানান, মাসখানের আগে তাদের ১২ বছরের ছেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। তারা সংবাদ পায় ছেলে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় রয়েছে। এমন সংবাদ পেয়ে তারা সেখানে যান। কিন্তু খুঁজে না পেয়ে মর্জিনা বেগম ও তার স্বামী ইমারত উদ্দিন মোল্লা বাড়িতে ফিরে যাচ্ছিলেন। দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ফেরি থেকে নেমে অ্যাপ্রোচ সড়ক দিয়ে হেঁটে সংযোগ সড়কে উঠছিলেন তারা। এ সময় ওই ফেরি থেকে একটি কাভার্ড ভ্যান অ্যাপ্রোচ সড়ক দিয়ে সংযোগ সড়কে ওঠার সময় মর্জিনা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মো. শাহজাহান আলী আরও জানান, চালকে আটক করা হয়েছে ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Link copied!