• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কাপ্তাইয়ে ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৮:৩০ পিএম
কাপ্তাইয়ে ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা

রাঙামাটি কাপ্তাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ ডিসেম্বর ) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এডভোকেসি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দপ্তরে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসীর জাহান সভাপতির বক্তব্যে বলেন, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী ৬ মাস-৫ বছর বয়সী শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ক্যাপসুল খাওয়ানো হবে।

এইসময় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাই উপজেলায় এ কার্যক্রমের অধীনে ৬-১১ মাস বয়সী ১০৪৭ জন ও ১২-৫৯ মাস বয়সী ৭৫০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে একদিন করে স্বাস্থ্য কর্মীদের উপস্থিতি ও তত্ত্বাবধানে ৬-১১ মাস বয়সীদের নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সীদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর স্থায়ী কেন্দ্রে ৪ দিনই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এ সময় সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সাংবাদিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।

Link copied!