বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল জানান, মেয়র আব্বাসের বিরুদ্ধে অনাস্থাপত্র, রেজুলেশনের কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হলে এই সিদ্ধান্ত হয়। মেয়র আব্বাসের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। পৌর মেয়রকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পাশাপাশি ১২ কাউন্সিলর তার প্রতি অনাস্থা জানিয়ে জেলাপ্রশাসককে চিঠি দেন।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মেয়র আব্বাসকে ৩ দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।