• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কলেজছাত্রীর লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৫:১৫ পিএম
কলেজছাত্রীর লাশ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মিনজিয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকালে ফরিদপুরের চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার বড় গাজীরটেক গ্রামে এ ঘটনা ঘটে। মিনজিয়া চরভদ্রাসন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

মিনজিয়ার বড় ভাই শেখ আজাদ বলেন, মিনজিয়া তাদের পাঁচ ভাই-বোনদের মধ্যে সবার ছোট। ওই দিন তার বাবা শেখ আ. রশিদ কৃষি কাজে বাড়ির পাশে ফসলের মাঠে ছিলেন এবং মা আসমা বেগম বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে মিনজিয়া একা ছিল। সন্ধ্যার দিকে চাচী হাফেজা বেগম ওই বাড়িতে আসলে তিনি মিনজিয়াকে ঘরের বারান্দার চালের কাঠের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে প্রতিবেশিরা এসে মিনজিয়াকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিনজিয়ার ভাই বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।”

Link copied!