• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

করোনায় সিলেটে রেকর্ড মৃত্যু, শনাক্ত ৫৫৭


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০২:৩৬ পিএম
করোনায় সিলেটে রেকর্ড মৃত্যু, শনাক্ত ৫৫৭

করোনায় সিলেটে শেষ ২৪ ঘণ্টায় চার জেলা মিলিয়ে রেকর্ড ২২ জনের প্রাণহানি হয়েছে। এর আগে সিলেট বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ২০ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের।

এই সময়ে সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জ জেলায় ২ জন, মৌলভীবাজার জেলায় ১ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১ হাজার ৯১৭টি। সে হিসেবে শনাক্তের হার ২৯ দশমিক ৬ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৭৬ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ৬১ জন ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে, সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৮৪৪ জনের। যার মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ৬২০ জন। এছাড়া সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪২ জন, মৌলভীবাজারে ৬৬ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৫৭ জনের প্রাণহানি হয়েছে।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭১৫ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮২ জন।

Link copied!