• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় বৃক্ষপ্রেমী শাহজাহানের মৃত্যু


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৭:৩৩ পিএম
করোনায় বৃক্ষপ্রেমী শাহজাহানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিত শাহজাহান বিশ্বাস (৬৫)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহজাহানের পারিবারের পক্ষ থেকে ভাতিজা আহসান হাবিব শোভন এই তথ্য নিশ্চিত করেছেন।

শোভন জানান, তার চাচা শাহজাহান পনেরো দিন আগে করোনায় আক্রান্ত হন। স্থানীয় চিকিৎসায় অবস্থার উন্নতি না হলে রাজধানীর বারডেম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। প্রায় দুসপ্তাহ চিকিৎসা শেষে হাসপাতালেই মৃত্যু হয় তার।

শাহজাহানের ভাতিজা আরও জানান, ১৯৭৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে প্রবাসে চলে যান তার চাচা। সেখানে প্রায় ৫ বছর ছিলেন। এরপর নিজ গ্রামে চলে আসেন। বাড়ির উঠানে গড়ে তুলেন বিশাল নার্সারি। সেখান থেকে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা নিয়ে রোপণ করতে শুরু করেন গ্রামের রাস্তা-ঘাটের দুপাশের পতিত জমিতে।

তিনি আরও জানান, নিজ খরচে রাস্তা-ঘাটের পাশের জায়গাগুলো পরিষ্কার করে গাছের রোপণ করেই থেমে যাননি তার চাচা। এরপর গ্রামের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, পুকুরের পাড় এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন তিনি।

জানা যায়, শাহজাহান বিশ্বাস নিজ এলাকা কৌড়ী গ্রামে ৬০ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন। এভাবেই তিনি এলকায় হয়ে উঠেন বৃক্ষ প্রেমী হিসেবে। সেই সুবাদে সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক হয়ে ওঠে বন্ধু সুলভ। তার এই মৃত্যুতে মর্মাহত হয়েছে তার পরিচিতজনরা।

Link copied!