• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কবরস্থানের রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ১৫


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৩:২৪ পিএম
কবরস্থানের রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কবরস্থানের রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ৫টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ছয়জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উত্তর জাঙ্গাল গ্রামে করবস্থানের পাশে রাস্তা দেওয়াকে কেন্দ্র করে সাধুর বাড়ির সাইফুলের সঙ্গে তার চাচাতো ভাই ইব্রাহিমের কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, করবস্থানে পাশে জায়গা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রামদা, টেঁটা, বল্লম জব্দ করা হয়।

Link copied!