• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কক্সবাজারে হোটেল কক্ষের ভাড়া ১০ গুণ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৩:৩৮ পিএম
কক্সবাজারে হোটেল কক্ষের ভাড়া ১০ গুণ

বিজয় দিবসের টানা ছুটিতে কক্সবাজারে প্রায় ৪ লাখ পর্যটকের আগমন ঘটেছে। এতে গলাকাটা বাণিজ্য শুরু করেছেন হোটেল ব্যবসায়ীরা।  তাদের আগমনে হোটেল কক্ষের ভাড়া ১০ গুণ এবং ডাল, ভাত ও আলু ভর্তার দাম ১৫০-২০০ টাকা জনপ্রতি।

হোটেলে ঠাঁই না পাওয়ায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে দেখা গেছে অনেক পর্যটককে। শৌচাগার না পেয়ে অনেক পর্যটক সৈকতের বালিয়াড়িতে শৌচকর্ম সেরেছেন।

অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ী অতিরিক্ত দাম নিয়েও নিম্নমানের খাবার পরিবেশন করছেন বলে অভিযোগ তাদের।  

জানা যায়, বিজয় দিবসকে সামনে রেখে পর্যটনের ভরা মৌসুমে কক্সবাজারে আবাসিক হোটেল-মোটেল, গেস্টহাউস ও রেস্টুরেন্টগুলো গলাকাটা বাণিজ্য শুরু করেছে হোটেল ব্যবসায়ীরা। আবাসিক হোটেলগুলোয় রুম ভাড়ার তালিকা টানানোর নিয়ম থাকলেও মালিকরা তা মানছেন না। কক্সবাজারে ছোট-বড় চার শতাধিক আবাসিক হোটেল-মোটেল, গেস্টহাউস ও কটেজে এমন নৈরাজ্য চললেও বিচ ম্যানেজমেন্ট ও ট্যুরিস্ট পুলিশ কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই বললেই চলে। এতে পর্যটনশিল্পে বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্টরা। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে হোটেল-মোটেল জোন কলাতলিতে ঘুরে পর্যটকদের কাছ থেকে এসব অভিযোগ পাওয়া গেছে।

পর্যটকরা বলছেন, “অন্যান্য দিনগুলোতে একটি রুমের ভাড়া যত নেওয়া হয়, এখন তার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। রেস্টুরেন্টগুলোতে নিম্নমানের খাবার দিয়ে অতিরিক্ত দাম নিচ্ছেন। শুধু ডাল, ভাত ও আলুভর্তার দাম নিচ্ছে ১৫০-২০০ টাকা জনপ্রতি। 

ঢাকা থেকে বেড়াতে আসা রফিক আজম বলেন, “আমরা ঢাকা থেকে এসে কলাতলির সি-সান হোটেলে একটি নন-এসি রুম নিয়েছি। এই রুমের জন্য হোটেল কর্তৃপক্ষ প্রথমে ১০ হাজার টাকা দাবি করে। অনেক অনুরোধের পর আমাদের কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। অন্য সময়ে নেওয়া হয় মাত্র এক হাজার টাকা। এসব গলাকাটা বাণিজ্য বন্ধে জেলা প্রশাসনের কঠোর হওয়া দরকার।”

যশোর থেকে আসা পর্যটক এনামুল হক জানান, সি-পার্ক হোটেলে একটি নন-এসি কাপল রুম চাচ্ছে ৮ হাজার টাকা, যা অন্য সময়ে ৮০০ থেকে এক হাজার টাকা দিয়ে পাওয়া যায়। এদিকে আমারী রিসোর্ট নামে একটি হোটেলে গিয়ে দেখা যায়, প্রতি কাপল রুম ভাড়া নেওয়া হচ্ছে ৮-১০ হাজার টাকা করে। একই অবস্থা কক্সবাজারের সাড়ে চার শতাধিক হোটেল-মোটেল আর কটেজগুলোতে। 

জানতে চাইলে হোটেল হোয়াইট অর্কিডের ম্যানেজার বলেন, “আমাদের কোনো নির্ধারিত ভাড়া নেই। আজ রুম ভাড়া বেশি। পর্যটক বেশি থাকায় আজকে পাঁচ হাজার টাকা করে নন-এসি রুম ভাড়া দেওয়া হচ্ছে। দু-একদিন পরে এই ভাড়া কমে যাবে।”

অন্যদিকে সি-সান রিসোর্টের কর্মকর্তা মো. আরিফের কাছে ভাড়া নির্ধারিত করা কি-না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অনেক পর্যটক বৃহস্পতিবার রাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে হোটেল রুম না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অবস্থান করেন বালিয়াড়িতে। আবার অনেক পর্যটক অবস্থান করছেন সাগরতীরে। ভ্রমণে এসে অনেক পর্যটক হোটেল রুমের জন্য এদিক ওদিক ঘুরছেন। কেউ কেউ দালালের খপ্পরে পড়ে প্রতারিতও হচ্ছেন। 

এদিকে, শহরে গণশৌচাগার রয়েছে মাত্র কয়েকটি। আবার অনেক সময় মসজিদের শৌচাগার ব্যবহার করলেও সেটি তালাবদ্ধ থাকায় সৈকত অথবা কোনো গলিতেই শৌচকর্ম সারতে হচ্ছে পর্যটকদের। এ কারণে পরিবেশ দূষণের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের। 

সি গাজীপুর রিসোর্টের মালিক বলেন, কক্সবাজারে বিপুল পরিমাণ পর্যটক আসায় ফুটপাত ও সৈকতে রাতযাপন করছেন অনেক পর্যটক। তারা শৌচাগার না পেয়ে বিপাকে পড়েছেন। গতকাল থেকে হোটেলের একটি টয়লেট পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গণশৌচাগার না থাকায় মানুষজন বিচের পেছনে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছে। দুর্গন্ধে বিচে থাকা যাচ্ছে না।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, “পর্যটকদের কাছ থেকে যেসব হোটেল-মোটেল মালিক অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাদের সতর্ক করা হয়েছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা রয়েছে। পর্যটক হয়রানি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সৈকতের বিভিন্ন পয়েন্টে পুলিশের তৎপরতা রয়েছে।” 

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, “পর্যটকদের কাছে রুম ভাড়া বেশি নেওয়ার বিচ্ছিন্ন কিছু অভিযোগ পাচ্ছি। তবে কোনো পর্যটক সুনির্দিষ্ট অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।” 

Link copied!