কক্সবাজার শহরে দীপঙ্কর বিনোদ শর্মা (ডিবি শর্মা) নামের সনদবিহীন এক ডাক্তারকে আটক করেছে র্যাব। প্রাতিষ্ঠানিক কোনো যোগ্যতা না থাকলেও ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন ডিবি শর্মা।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত আটটার দিকে শহরের হাসপাতাল সড়কের একটি চেম্বার থেকে ডিবি শর্মাকে আটক করা হয়।
আটক ডিবি শর্মা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জগদীশ চন্দ্র শর্মার ছেলে।
নুরুল আলম নামের এক রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে নামে র্যাব। তারপর কথিত ডাক্তার ডিবি শর্মা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া চিকিৎসা প্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছেন এমন তথ্য নিশ্চিত হয় র্যাব।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, “একজন চিকিৎসা প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে আমরা জানতে পারি কথিত চিকিৎসক ডিবি শর্মা কোনো প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকারও করেছেন। তারপরও আমরা আরও তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।”