কক্সবাজারের উখিয়ার রুমখা হাজীর পাড়া এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
আটকরা হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম বাপ্পী (২২) ও একই এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মো. সালাম (৪৩)।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।