টাঙ্গাইলে রেলওয়ে কর্মচারীকে লাঞ্ছিত করায় পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব রেলস্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ টাঙ্গাইল শাখা ও প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সম্প্রতি টাঙ্গাইলে জয়দেবপুর প্রকৌশলের উপবিভাগের ‘৩ জেজে’ ভারপ্রাপ্ত মেট জুলফিকার হোসেন কর্মস্থলে কাজ করছিলেন। এসময় জিআরপি পুলিশের টাঙ্গাইলের ইনচার্জ এএসআই আব্দুস সবুর তার কর্মস্থলে এসে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গেছে বলে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলেন। কিন্তু স্বাক্ষর দিতে রাজি হননি জুলফিকার। পরে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন আব্দুস সবুর।