• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০১:০০ পিএম
উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার মনোয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. হোসেন (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। 

কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কামরান হোসেন আরও জানান, জিজ্ঞাসাবাদে মো. হোসেন স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চোরাচালানের মালামাল এবং মাদকদ্রব্য পাচার করে আসছিল। এই চক্রে রোহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশি জড়িত। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!