• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৮:০৭ এএম
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের (ডাম্পার) মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

মঙ্গলবার (২২ মার্চ) রাত ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে দুইজন মিনিট্রাক ও অটোরিকশা চালক। আহতদের আশঙ্কাজনক অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানিয়েছেন, অটোরিকশাটি কক্সবাজারের দিকে যাচ্ছিলো, অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিলো। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিলো। অপরপ্রান্তের অটোরিকশাটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
 

Link copied!