• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০১:০৪ পিএম
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের সড়ইকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সড়ইকান্দি ফতেপুর গ্রামের মৃত আফের সরদারের ছেলে সেলিম সরদার (৩৫) ও জগন্নাথপুর গ্রামের জফির উদ্দিনের ছেলে আমির প্রামাণিক (৩০)।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার জানান, ঘটনার সময় একটি মাল বোঝাই ট্রাক মুলাডুলি থেকে ঈশ্বরদী যাওয়ার পথে সড়ইকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় ঐ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

Link copied!