ই-কমার্স প্রতিষ্ঠান এসবিএনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, টাকা দিলেই মিলবে পণ্য এবং লভ্যাংশ—এমন প্রতিশ্রুতি দিয়ে পণ্য বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু লভ্যাংশ তো দূরের থাক, পাওনা টাকা দিতেও তারা হিমশিম খাচ্ছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করেছেন চট্টগ্রামের শাহাবুদ্দিন নামের এক ভুক্তভোগী। অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
শাহাবুদ্দিন অভিযোগে বলেন, “লাভের আশায় ই-কমার্স প্রতিষ্ঠান এসবিএন লিমিটেডে নিজে এবং বন্ধুদের প্রায় ১৯ লাখ টাকা বিনিয়োগ করি। পণ্য এবং লভ্যাংশ কিছুই পাইনি। পাওনা টাকা ফেরত চাইতে গেলে জানানো হয় আমাদের অ্যাকাউন্ট অ্যাপস থেকে মুছে দেওয়া হবে।”
২০২১ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকায় ই-কমার্স প্রতিষ্ঠান এসবিএন লিমিটেড কার্যক্রম শুরু হয়। এসবিএনের অফিসের ঠিকানায় গিয়ে গ্রাহকরা খোঁজ করলে প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
এদিকে কোম্পানির চেয়ারম্যান সুকান্ত বাবুল নাথ অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুমকি দেন।
এসবিএন লিমিটেডের চেয়ারম্যান শুকান্ত বাবুল নাথ বলেন, “যেহেতু আমি কোম্পানির কোনো কিছুর সঙ্গে জড়িত নেই, আমি তাদের কোনো অনলাইন মিটিংয়েও কখনো থাকিনি। আমি কোম্পানির কোনো কিছুর সঙ্গে জড়িত নেই। তারপরও আমাকে নিয়ে কথা হচ্ছে। আমি মানহানির মামলা করব।”
চট্টগ্রাম সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, “ই-কমার্সের প্রতারক চক্রের বিরুদ্ধে সিআইডি এবং পুলিশ ডিপার্টমেন্ট যথাযথ আইনি ব্যবস্থা নেবে।”