• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইয়াবাসহ রোহিঙ্গা মা-ছেলে আটক


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৩:০৮ পিএম
ইয়াবাসহ রোহিঙ্গা মা-ছেলে আটক

ফেনীতে ৯ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা মা-ছেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা ফিলিং স্টেশনের সামনে বাস তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। 

ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় মহাসড়কে ছাগলনাইয়া এলাকায় সুলতানা ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকাগামী একটি সিডিএম বাস থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মা ফাতেমা (৪২) ও ছেলে মো. রফিককে (২০) আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, তারা কক্সবাজারের টেকনাফের মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। পরে তাদেরকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!