• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ইয়াবাসহ আটক ২


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০২:৩৮ পিএম
ইয়াবাসহ আটক ২

ফেনীতে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলস্থ হক হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. সলিমুল্লাহ ওরফে সেলিম (২২) ও মো. জুবায়ের (২৫)।

আটক মো. সলিমুল্লাহ ওরফে সেলিম কক্সবাজার জেলার রামু থানার সদর টুংগাডেপার নূরুল ইসলামের ছেলে ও মো. জুবায়ের একই জেলার উখিয়া থানার কতুপালং এলাকার হোসেন আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

মো. জুনায়েদ জাহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গার মাদকসেবী ও বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো।

আটকদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Link copied!